

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে চাল ও ডিজেল আমদানিতে শুল্ক কমানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আমদানিকারকরা এ শুল্ক ছাড় সুবিধা পাবেন।
রোববার এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল আমদানিতে শুল্ক-কর ছিল ৩৪ শতাংশ। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আমদানি পর্যায়ে শুল্ক ৫ শতাংশ কমানো হয়েছে। অর্থাৎ এখন থেকে ডিজেল আমদানি করতে মোট ২২ দশমিক ৭৫ শতাংশ শুল্ক দিতে হবে।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ শুল্ক রেয়াতি সুবিধায় চাল ও ডিজেল আমদানি করা যাবে।
এনবিআর জানিয়েছে, ডিজেল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম কর কমানো হয়েছে এবং কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
ভর্তুকি কমাতে চলতি মাসের শুরুতে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ৫২ শতাংশ বাড়ায় সরকার। এরপর শুল্ক কমানোর দাবি ওঠে এবং এনবিআর আজ এই সিদ্ধান্তের কথা জানালো।
আপনার মতামত লিখুন :