

নিজেস্বপ্রতিবেদক,গাজীপুরঃ
গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে মো.সাকিব (১৮) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকেট টঙ্গী পশ্চিম থানাধীন শিং বাড়ি মোর এলাকার পাটোয়ারী ফ্যাশন লিমিটেড নামের এই কারখানায় এঘটনা ঘটে।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে টঙ্গী পশ্চিম থানার ওসি মো.শাহ আলম।
নিহত সাকিব টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওরা চন্ডিতলা এলাকার জাকির হোসেনের ছেলে। সে ওই কারখানায় কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
কারখানার শ্রমিকরা জানান, সকাল থেকে কখনও গুড়ি গুড়ি বৃষ্টি কখনো ভারী বৃষ্টি হচ্ছিল । কারখানা তৃতীয় তলার জানালার গ্লাস খোলা থাকায় বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করছিল।সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে জানালার একটি গ্লাস খুলে যায় । শাকিব খুলে যাওয়া গ্লাসটিকে ঠিক করতে গেলে গ্লাসটি খুলে গিয়ে জানালার পাশ দিয়ে যাওয়া হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের উপর পড়ে যায়। এতে সঙ্গে সঙ্গে নিহত ওই শ্রমিক বিদ্যুতায়িত হয়ে মারা যায় । পরে শ্রমিকরা ফায়ারসার্ভিসকে খবর দিলে ফায়ারসার্ভিস লাশ উদ্ধার করে।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, কারখানার মালিক কর্তৃপক্ষ অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের দিয়ে এখানে কাজ করায়। তাদের নিরাপত্তার জন্য তেমন কোনো ব্যবস্থাই কারখানা কর্তৃপক্ষ রাখিনি। এর আগেও বেশ কয়েকবার বিদ্যুতায়িত হয়ে শ্রমিকরা নিহত হয়েছেন। আমরা এলাকাবাসীর দাবি জানাচ্ছি তদন্তের মাধ্যমে কারখানা কর্তৃপক্ষের বিচার।
টঙ্গী পশ্চিম থানা ওসি মো.শাহ আলম জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণ করা যাচ্ছে বিদ্যুতায়িত হয়ে ঐ শ্রমিকের মৃত্যু হয়েছে এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কি না সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে কারখানা কারখানা কর্তৃপক্ষের গাফিলতির প্রমান মিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :