

মো.রবিউল ইসলাম,টঙ্গী
গাজীপুরের টঙ্গীতে ড্রাম ট্রাকের ধাক্কায় মোঃ আলাল সরকার (৩৮) নামের এক স্পেন প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২০জুলাই) বিকেল ৪ টার দিকে টঙ্গী কালীগঞ্জ সড়কের শিলমুন মোল্লার গ্যারেজ এলাকায় এঘটনা ঘটে।
নিহত আলাল ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার হরিকান্দি গ্রামের মৃত লিচু মিয়ার ছেলে। তিনি বর্তমানে গাজীপুরের পুবাইল থানাধীন হায়দ্রাবাদ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতো। এঘটনার পরপরই কাভার্ড ভ্যান চালক কৌশলে পালিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক ইয়াসিন আরাফাত স্থানীয়দের বরাত দিয়ে জানান, শিলমুন মোল্লার গ্যারেজ এলাকায় ভুক্তভোগী আলালকে পিছন থেকে টঙ্গী গামী একটি ড্রাম ট্রাক ( ঢাকা মেট্রো- ট-১৫-৭৬৭৭) ধাক্কা দেয়। এতে নিহত ওই প্রবাসী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকারয় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে ওই প্রবাসীর মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও কৌশলে পালিয়ে যায় ঘাতক ট্রাক চালক।
আপনার মতামত লিখুন :