টঙ্গীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২২, ৭:২০ অপরাহ্ণ / ২৯৪
টঙ্গীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
Spread the love

মো.রবিউল ইসলাম,টঙ্গীঃ
গাজীপুরের টঙ্গীতে সাত তলা বাড়ির ছাদ থেকে পড়ে ছাবিদ হোসেন (৩) নামে শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (২০জুলাই) দুপুরে আউচপাড়া মোক্তার বাড়ি রোডের খন্দকার মার্কেট এলাকায় এঘটনা ঘটে। নিহত ছাবিদ কুমিল্লা জেলার মোজাবফর গঞ্জের মাহিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, নিহত ছাবিদের বাবা খন্দকার মার্কেটে আবু আহম্মেদের ৭ম তলা বাড়ি দেখাশোনার কাজ করতেন। সে সুবাধে এক ছেলে ও স্ত্রীসহ ওই বাড়ির চিলে কোঠায় একটি রুমে থাকতেন। দুপুরে ছাবিদের মা তাকে ছাদে গোছল করাচ্ছেন। এসময় ছাবিদ তার মা‘র হাত থেকে ছুটে ছাদের কিনারে চলে আসে এবং ছাদ থেকে ছিটকে নিচে পড়ে যায়। আশপাশের লোকজন শিশুটি উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, শিশুটির পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ দেওয়া হয়েছে।

Translate »