টঙ্গীতে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২২, ১১:২৪ অপরাহ্ণ / ৩১৫
টঙ্গীতে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার
Spread the love

মো.রবিউল ইসলাম,টঙ্গীঃ

গাজীপুরের টঙ্গীতে নার্গিস পারভিন (৪০) নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে সাড়ে ৯টার দিকে টঙ্গীর দক্ষিণ ভরান মুন্সিপাড়া এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নার্গিস পাবনা জেলার সদর থানার চক সাতিয়ানি গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে। বর্তমানে নিহত নার্গিস মুন্সিপাড়া এলাকার কাদের মিয়ার ৬ তালা বাসা বসবাস করতেন।

নিহতের স্বামী নায়েব আলী খান জানান, তিনি আশুলিয়া একটি পোশাক কারখানা চাকরি করেন। প্রতিদিনের মতো সোমবার সকালে তিনি কাজে যোগদেন। দুপুরে দিকে নেত্রকোনা থেকে একাধিক বার নিহতের মেয়ে চন্দ্র মল্লিকা নিহতের মোবাইল ফোনে কল দিয়ে না পেয়ে বিষয়টি তার তাকে জানায়।পরে তিনিও একাধিক বার তার স্ত্রী মোবাইল যোগাযোগ করার চেষ্টা করে। পরে তিনি সন্ধ্যায় অফিসে থেকে বাসায় চলে আসেন। এসময় তিনি দেখেন ঘরে মুল ফটক খোলা এবং ঘরের আসবাপত্র এলোমেলো। পরে স্ত্রী খোঁজ নিতে গিয়ে দেখেন পাশে রুমে রক্ত নিথর দেহ পরে আছে। এঅবস্থায় তিনি পুলিশ খবর দেন।

নিহতের স্বামী আরও জানান, বেশ কয়েক ভরি স্বর্নলংকার ও নগদ কিছু টাকা চুরি হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনর (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি বলেন, ঘটনাটি কখন ঘটেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এবিষয় তদন্ত চলছে।

Translate »