চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন- নাজিম উদ্দীন চৌধুরী সভাপতি , সাধারণ সম্পাদক বজলুর রশিদ মিন্টু


প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ণ / ২৫৯
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন-  নাজিম উদ্দীন চৌধুরী সভাপতি , সাধারণ সম্পাদক বজলুর রশিদ মিন্টু
Spread the love

মোহাম্মদ আলী আকবর

আজ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভাট গ্রহণ চলছে। সমিতির মোট ভোটের সদস্য সংখ্যা ৭৯০০।ভোটার হয়েছেন ৫১৯৭ জন,ভোটাধিকার প্রয়োগ করে ৪১৪৬ জন। নির্বাচনে সভাপতি পদে এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এডভোকেট মনতোষ বড়ুয়া। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এডভোকেট এ.এস.এম বজলুর রশিদ মিন্টু , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এডভোকেট এডভোকেট হাসান আলী। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ ইমরান, অর্থ সম্পাদক পদে এডভোকেট মোঃ মোশারফ হোসেন, পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মোঃ ফখরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট খুরশিদ আলম বেলাল, ক্রীড়া সম্পাদক পদে এডভোকেট মোঃ ওমর ফারুক ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এডভোকেট অলি আহাম্মদ,কার্যনির্বাহী সদস্য পদে এডভোকেট মোঃ জাহিদ হোসেন,এডভোকেট জামশেদ আলম, এডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন, এডভোকেট মোঃ সাদ্দাম হোসেন, এডভোকেট মনজুর আলম, এডভোকেট শাহজাদা বেগম সাজু, এডভোকেট ইসরাত জাহান মুকুল, এডভোকেট আবিদা সুলতানা শারমিন ও এডভোকেট ফারজানা হাকিম চৌধুরী জয় লাভ করেন। নির্বাচন কমিশনার এডভোকেট রতন কুমার রায় বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে।

Translate »