

নিজস্বপ্রতিবেদক,টঙ্গী
গাজীপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।গতকাল বুধবার প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে গাজীপুর মহানগর শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল গাজীপুর মহানগর আওয়ামী লীগের দলিয় কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু করে। পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। উদ্বোধন ঘোষণার পরপরই শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দেয় মহানগর শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। পায়রা ও বেলুন উড়ানোর পরপরই গাজীপুর মহান স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে মোটর শোভাযাত্রা বের করা হয়। মোট শোভাযাত্রাটি গাজীপুর জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী থানা আওয়ামী লীগের কার্যালয়ে সমাপ্ত হয়।
শোভাযাত্রা শেষ ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা করে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলিয় নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষ টঙ্গী থানা আওয়ামী লীগের দলিয় কার্যালয়ে কেক কাটা ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হয়।
কেক কাটা ও দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড.আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুল রহমান কিরণ,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হাজী নূরমোহাম্মদ মামুন,শাজাহান মন্ডল,মো.ইদ্রিস আলী, জসিম গাজী,যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ সরকার, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো.মামুনুর রশিদ মামুন মোল্লা, শামীম ইস্তেহাক,শফিকুল ইসলাম শফিক, বিল্লাল হোসেন,শরীফ বেপারি, আজিজুল বারি হেলাল,কাজী শাহাদাৎ, রাকিবুল হাসান,শাহরিয়ার সাকিল,এড.কামরুল হাসান, শরিফুল ইসলাম শরিফ,রকিবুল হাসান প্রমুখ।
আপনার মতামত লিখুন :