কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের মরাদেহ উদ্ধার


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২২, ৮:০৩ অপরাহ্ণ / ২৮৮
কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের মরাদেহ উদ্ধার
Spread the love

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরোঃ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার পর্যটকের মরাদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২১ আগস্ট) দুপুরে কুয়াকাটার জিরো পয়েন্ট বরাবর সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয় পর্যটক মাহাবুবুর রহমান পারভেজ। পরে ৩ ঘন্টা উদ্ধার অভিযান চালানোর পরে বেলা ৩ টায় ঐ পর্যটকের লাশ উদ্ধার করে প্রশাসন। নিহত পর্যটকের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের রায়েরবাগে।ট্যুরিস্ট পুলিশ জানায়, চার বন্ধু ঘুরতে আসে কুয়াকাটায়, সকালে হোটেল সানফ্লাওয়ারে তারা রুম ভাড়া নেন। দুপুর ১ টার দিকে সৈকতে গোসলে নামেন তারা। এসময় ঢেউয়ের তোড়ে সাগরে মধ্যে চলে যায় পারভেজ ও আমির। পরে তাদের ডাক চিৎকার শুনে পাশে থাকা তিন পর্যটক এগিয়ে আসে। কিন্তু আমিরকে উদ্ধার করতে সক্ষম হলেও পারভেজকে উদ্ধার করতে পারিনি তারা। পরে ট্যুরিস্ট পুলিশকে জানালে তারা উদ্ধার অভিযান চালায় এবং ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়া হয়। পরবর্তীতে যৌথ অভিযান পরিচালনা করে ৩ ঘন্টা পরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয় সমূদ্র থেকে।

Translate »