কুড়িগ্রামে ৮ জনকে ১৫ বছরের কারাদণ্ড


প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২২, ১০:৪২ পূর্বাহ্ণ / ২৫৬
কুড়িগ্রামে ৮ জনকে ১৫ বছরের কারাদণ্ড
Spread the love

কুড়িগ্রাম: কুড়িগ্রামে মাদক মামলায় ৮জনের ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল মান্নান এ রায় দেন।

এসময় আদালতে দণ্ডপ্রাপ্ত ৮ আসামির মধ্যে ৫ জন সশরীরে উপস্থিত ছিলেন। পলাতক ৩ আসামিকে দ্রুত গ্রেফতারে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত ও এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৭ সালের ৩০ জানুয়ারি রাত ৩টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ী এলাকায় রাজারহাট ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি ট্রাক ধাওয়া করে পুলিশ। পরে ট্রাকটি কিছুদূর গিয়ে থেমে যায়। এরপর ট্রাকের চালক ও সহযোগী দৌঁড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ ট্রাকের চালক জয়পুরহাট জেলার গুলশান এলাকার হারুনুর রশীদসহ (৩২) ট্রাকটি আটক করে। আটকের পর ট্রাকটিতে তল্লাশি চালায় পুলিশ। এসময় ট্রাকের মধ্যে পলিথিনে মোড়ানো ১০টি গাঁজার প্যাকেট জব্দ করা হয়। যার পরিমাণ ছিল ১২৫ কেজি। আনুমানিক মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা।

তার দেওয়া তথ্য মতে পলাতক আসামি একই জেলার খঞ্জনপুর এলাকার বাসিন্দা ও ট্রাক মালিক ফারুক হোসেন (৩৫) ও অপর পলাতক আসামি নওগাঁ জেলার পত্মীতলা মধুইলচক গ্রামের ট্রাকের হেলপার মিন্টু মিয়া (২০)। এছাড়াও অপর অন্য আসামিরা হলেন- জয়পুরহাট জেলার তেঁতুলতলা মোড় এলাকার শহিদুল ইসলাম (৫২), আয়নাল হোসেন ভাটিয়া (৩৪) ও একই এলাকার শফিকুল ইসলাম (৩১), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রবিউল ইসলাম (২১)  এবং ফুলবাড়ী উপজেলার বাবু মিয়া (২৩)।

এদের মধ্যে পলাতক আসামিরা হলেন- রবিউল ইসলাম, হারুনুর রশীদ ও শফিকুল ইসলাম। তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বিচারক পুলিশকে নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রুহুল আমিন, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম ও অ্যাডভোকেট নাজিরুজ্জামান রুবেল।

Translate »