মোটর শোভাযাত্রা থেকে ফেরার পথে অসুস্থ এনটিভি প্রতিনিধি শাওনকে হাসপাতালে নিলেন কাজী সালাউদ্দিন


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ণ / ২০১
মোটর শোভাযাত্রা থেকে ফেরার পথে অসুস্থ এনটিভি প্রতিনিধি শাওনকে হাসপাতালে নিলেন কাজী সালাউদ্দিন
Spread the love

কাইয়ুম চৌধুরী:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে অনুষ্ঠিত বিশাল মোটর শোভাযাত্রা শেষে ফেরার পথে এনটিভির প্রতিনিধি সাংবাদিক এন এইচ শাওন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গেই চট্টগ্রাম-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নির্দেশে তাকে দ্রুত ভাটিয়ারী বিএসবিএইচ হাসপাতালে নেওয়া হয়।

অসুস্থতার খবর পাওয়ার পর কাজী সালাউদ্দিন তার চলমান অন্যান্য কার্যক্রম থামিয়ে সরাসরি হাসপাতালে ছুটে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে শাওনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সেবা নিশ্চিতে নির্দেশ দেন।

এ সময় তিনি তার মিডিয়া টিমের প্রধান এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলুকে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব অর্পণ করেন। পাশাপাশি শাওনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি জানানো এবং তাদের আশ্বস্ত করার জন্যও নির্দেশ দেন।

হাসপাতালে উপস্থিত নেতাকর্মীরা জানান, শাওনের অবস্থার উন্নতি হচ্ছে এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

মানবিকতায় এবং দায়িত্বশীল আচরণে কাজী সালাউদ্দিনের এ উদ্যোগ স্থানীয় সাংবাদিক মহলসহ উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে।

Translate »