সুন্দরগঞ্জে গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ণ / ২৬৭
সুন্দরগঞ্জে গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
Spread the love

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সুন্দরগঞ্জে কারেন্ট জালে আটকা কই মাছ মুখ দিয়ে খুলতে গিয়ে অসাবধানতাবশত ভেতরে ঢুকে গলায় আটকে হাফিজার রহমান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগারী গ্রামে এ ঘটনা ঘটে। হাফিজার রহমান ওই গ্রামের মৃত আব্দুল জলিল খেওনীর ছেলে। স্থানীয়রা জানান, হাফিজার রহমান বাড়ির পাশে নিজের জমিতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় হাত দিয়ে জাল থেকে কই মাছ খোলার চেষ্টা করেন। হাত দিয়ে মাছ খুলতে না পেরে মুখ দিয়ে খুলতে শুরু করেন। তখন অসাবধানতাবশত কই মাছটি মুখের ভেতরে ঢুকে গলায় আটকে যায়। পরে অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে স্থানীয় পাঁচপীর বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফুল মিয়া বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বোচাগারী গ্রামে কারেন্ট জাল থেকে মুখ দিয়ে দাঁতের সাহায্যে মাছ খুলতে গিয়ে গলায় কইমাছ আটকে হাফিজার রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

Translate »