

লায়ন্স ক্লাব চিটাগং মিরসরাই এর উদ্যোগে এবং আদর্শ গ্রাম শেখটোলার সার্বিক সহযোগিতায় আজ শনিবার সকাল ১০ ঘটিকায় শেখটোলা গ্রামের উত্তর মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ৬০০ জন রোগীর চক্ষু পরিক্ষা করে ৯০ জনকে অপারেশন এর জন্য বাছাই করা হয় বাছাই কৃত রোগীকে পরবর্তীতে অপারেশন করা হবে এবং ২০০ জনের মাঝে ফ্রী চশমা বিতরণ করা হয় বিশেষজ্ঞ চার জন চিকিৎসক দ্বারা ৫০০ জনকে ফ্রি স্বাস্থ্য সেবা ও ঔষুধ প্রদান করা হয় ২০০ জনের ফ্রি ডায়াবেটিক টেষ্ট করা হয় ও ৫০ জন গরিব মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচি হিসাবে তাল গাছের চারা রোপনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় ফ্রি চক্ষু চিকিৎসায় ছিলেন চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ।আর ফি স্বাস্থ্য সেবায় ছিলেন আদর্শ গ্রাম শেখটোলার উপদেষ্টা ও বিখ্যাত অর্থোপেডিকস সার্জন ডঃ ইকবাল হোসেন চৌধুরী, চেয়ারম্যান, ইসলামি ব্যাংক সেন্টাল হাসপাতাল, ঢাকা। মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ নাজমুল হাসান রিয়াদ, মেডিসিন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডাঃ কে এম নুরুল হাসান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আমজাদ হোসেন। ডায়াবেটিক টেস্ট করেন লিও ক্লাব চট্টগ্রাম মিরসরাই এর সদস্য বৃন্দ এছাড়া সমাজ সেবায় অবদানের জন্য লায়ন জেলা ৩১৫-বি৪ এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ ও চিকিৎসা ও সমাজ সেবায় অবদানের জন্য ডাঃ ইকবাল হোসেন চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং “আদর্শ গ্রাম শেখটোলা”র মানব কল্যানে অবদানের জন্য কার্যনির্বাহী পরিষদের সবাইকে ক্রেষ্ট প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর এর জোন চেয়ারপার্সন লায়ন সাইফুল ইসলাম টুটুল, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু, লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই এর সভাপতি লায়ন মাঈন উদ্দিন, সহ সভাপতি লায়ন আশরাফ উদ্দিন, ট্রেজারার লায়ন মোঃ কামরুল আলম জযেন্ট ট্রেজারার লায়ন জামাল উদ্দিন, লায়ন লিটন কান্তি দাস আদর্শ গ্রাম শেখটোলা এর পৃষ্ঠপোষক মাসুদ চৌধুরী, দূর্বার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ, মধ্যম আমবাডিয়া ক্লাবের সভাপতি আমজাদ হোসেন। আদর্শ গ্রাম শেখটোলার সভাপতি মেহেদী হাসান চৌধুরী সিনিয়র সহ সভাপতি একরামুল হক, সহ সভাপতি খোন্দকার মিলাদুল ইসলাম, সাধারণ সম্পাদক জামশেদ আলম তপু, যুগ্ম সম্পাদক তানভীর করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, অর্থ সম্পাদক তাছিপ করিম চৌধুরী, ক্রিড়া ও সাংস্কৃতিক মেহেরাব হোসেন ফাহিম, শিক্ষা ও সাহিত্য জোবায়ের আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সাঈদ হোসেন রিপন, কার্যনির্বাহী সদস্য জিয়া উদ্দিন। লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই এর সাবেক প্রেসিডেন্ট কাজী তোফাজ্জল হোসেন, লিও ক্লাব চট্টগ্রাম মিরসরাই এর সাধারণ সম্পাদক রাহাত ট্রেজারার লিও অন্তু কুমার লিও আসিফ জাহিন আইনুল আলাউদ্দিন আজিম আবু ছায়েদ সহ অনান্য সদস্যবৃন্দ।
আপনার মতামত লিখুন :