ভর্তি পরীক্ষা দিতে গিয়ে বিয়ে!


প্রকাশের সময় : আগস্ট ১৭, ২০২২, ৬:৫০ অপরাহ্ণ / ২৫৯
ভর্তি পরীক্ষা দিতে গিয়ে বিয়ে!
Spread the love

চট্টগ্রামে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার পথে খুলনার ছেলে শরিফুল ইসলাম শান্তকে বিয়ের পিড়িতে বসতে হচ্ছে। বিয়ে করবেন চাঁদপুরের হাজীগঞ্জের মেয়ে উম্মে হান্না তানজিনাকে। ঘটনাটি ঘটেছে বুধবার হাজীগঞ্জে তারালীয়া গ্রামে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শরিফুল ইসলাম শান্ত খুলনা সিটির খালিশপুরের নজরুল ইসলামের ছেলে। তানজিনা হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর গ্রামের তাহেরের মেয়ে।

শান্ত বলেন, সে চট্টগ্রামে একটি কলেজে অনার্সে ভর্তি পরীক্ষার জন্য যাচ্ছিল। পথে চাঁদপুরের হাজীগঞ্জে তারালীয়া তার খালার বাড়ি। সেখানে ফেসবুকে পরিচয় হওয়া অনার্স প্রথম বর্ষের ছাত্রী তানজিনার সঙ্গে দেখা করতে আসে। তাদের দুজনের তিন বছরের প্রেমের সম্পর্ক। দেখা করতে এসে স্থানীয়দের খপ্পরে পড়ে। অবশেষে খবর পেয়ে পুলিশ তাদের দুই পরিবারকে একত্র করে বিয়ের সব আয়োজন সম্পন্ন করে।

৫ লাখ টাকা কাবিনে তাদের আনুষ্ঠানিক বিবাহের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হবে বলে জানা গেছে।

Translate »