বোদায় রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা উদ্বোধন/ ২০২২


প্রকাশের সময় : জুন ২৭, ২০২২, ১১:০৮ পূর্বাহ্ণ / ৩০৪
বোদায় রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা উদ্বোধন/ ২০২২
Spread the love
মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ বোদা উপজেলা কৃষি সম্প্রসারন অদিদপ্তরের আয়োজনে গত ২৭ জুন সোমবার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সভায় বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি বোদা উপজেলা পরিষদ, বিশেষ অতিথি জনাব এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, মকলেছুর রহমান জিল্লু  ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বোদা উপজেলা, শ্রী লক্ষী রানী বর্মন মহিলা ভাইস চেয়ারম্যান বোদা উপজেলা পরিষদ, মোঃ নুর আলম উপ পরিচালক ( প্রষণে) আলহাজ্জ এনামুল হায়দার কৃৃষক লীগ বোদা উপজেলা, আলহাজ্জ মোঃ ইউসুফ আলী দুলাল প্রমুখ, অনুষ্ঠান সঞ্চালে রাখিবুল ইসলাম লিমন।
স্বাগত বক্তা  রাখেন জনাব মোঃ আল মামুনুর রসিদ, উপজেলা কৃষি অফিসার বোদা পঞ্চগড় সভাপতিত্ব করেন ঃ জনাব মোঃ সোলেমান আলী উপজেলা নির্বাহী অফিসার, বোদা পঞ্চগড়। আয়োজনে কৃষি সম্প্রসারণ অদিদপ্তর সভার আগে বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকগ্রুপ  একটি বোদা উপজেলা শহরে বন্যাঢ্য র্্যালী প্রদক্ষিন করেন শেষে প্রতিটি কৃষিকগ্রুপকে ৬ টি করে বিভিন্ন ফলজ ও ঔষদি গাছ বিতরন করেন।
Translate »