

মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে গত ২৮/০২/২০১৩ সালে বাঁশখালীতে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমট ও মিশনে হামলা করিয়া লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আশ্রমের সাধু শ্রী শ্রী রামানন্দ পুরী মহারাজ বাদী হয়ে বাঁশখালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বাঁশখালী থানার মামলা নং ৩(৩)২০১৩, যাহার জি.আর মামলা নং ৫৫/২০১৩, মামলায় চার্জশিটভুক্ত ৬১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পূর্বক দীর্ঘ সময় ধরে বিচারিক কার্যক্রমে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। গত বৃহস্পতিবার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমী’র আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় ৫৪ জন আসামি প্রত্যেককে দন্ডবিধির ৪৩৫ ধারায় ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ১০০০/-টাকা অর্থদণ্ড , অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং দণ্ডবিধির ৪২৭ধারায় ৫০০/-করে অর্থদন্ড অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বাকী সাতজন আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করা হয়। এসময় আদালতে উপস্থিত সাজাপ্রাপ্ত ২০জন আসামিকে সাজা পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের বিরুদ্ধে সাজার ওয়ারেন্ট ইস্যুর আদেশ দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :