

মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার ৬ নং ওয়ার্ড রশিদ সরদার এর বাড়ি সংলগ্ন রাস্তার ১৬০ মিটারের কাজে চলছে অনিয়ম।গাইডয়াল তৈরির কাজে নিয়ম ভঙ্গ করে পলিথিন এর পরিবর্তে কলাপাতা দেওয়া হচ্ছে।সিমেন্টও পরিমাণে কম দেওয়া হচ্ছে। ফলে (প্রায় ১২ কোটি ৫০ লক্ষ টাকা) ব্যয়ের প্রকল্পটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।ঘটনাটি ঘটেছে গত ১১ সেপ্টেম্বর রবিবার।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এটি আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ করছে। কলাপাতা দিয়ে কাজ শেষ হতে না-হতেই গাইড ওয়াল ভেঙ্গে গেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় কাউন্সিলর মোঃ মামুন মিয়া বলেন, ৬ নং ওয়ার্ডের একটি নির্মাণ কাজে পলিথিনের বদলে নীচে কলাপাতা বিছিয়ে সিমেন্ট ঢালাই দেয়া হচ্ছে। যা খুবই দুঃখজনক। বাংলাদেশে কোথাও কলাপাতা দিয়ে রাস্তা নির্মাণের ইতিহাস নেই।
নবীনগর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বলেন, সকালে পৌরসভার একটি ড্রেনের গাইড ওয়ালে কয়েকজন নির্মাণ শ্রমিক অলসতা করে পলিথিন না এনে কলাপাতা বিছিয়ে সিমেন্ট ঢালাই দিচ্ছেন। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে গিয়ে নির্মাণাধীন ওই গাইড ওয়ালটি ভেঙ্গে ফেলা হয়। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নির্মাণ শ্রমিকদেরকে ওই কাজ থেকে তাৎক্ষণিকভাবে বাদ দিয়ে দেয়া হয়। আসলে নির্মাণ শ্রমিকদের অলসতা ও গাফিলতিই এরজন্য দায়ী। তাই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।
আপনার মতামত লিখুন :