নিকলীতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি ও অনুদান বিতরণ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২২, ৩:২৯ অপরাহ্ণ / ২৬৩
নিকলীতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি ও অনুদান বিতরণ
Spread the love

মোঃ হাবিব মিয়া :

কিশোরগঞ্জ নিকলী উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ৮সেপ্টেম্বর) ২০২২ দুপুর ১ টায় নিকলী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে, নিকলী উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসন আয়োজনে, অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাকিলা পারভীন, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নিকলী উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -৫ মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুস ভূঁইয়া (জনি), নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলাম, নিকলী উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল হক লিটন, নিকলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ, No description available.
নিকলী থানার তদন্ত অফিসার মোঃ আখতারুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার বেলায়েত হোসেন, উপজেলা মৎস্য অফিসার ইসমাইল হোসেন, মোঃ রেজাউল করিম, ইউডিএফ দুর্গা রানী সাহা, সাংবাদিক জয়দেব আচার্য, সাংবাদিক আব্দুর রহমান রিপন, সাংবাদিক মোঃ হাবিব মিয়া, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ। নিকলী উপজেলা ৭টি ইউনিয়নে ১৫ জন ভিক্ষুককে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের নিমিত্ত গরু পালন, ছাগল পালন, হাঁস মুরগি পালন, মুদি দোকান, পিঠার দোকান ও সরঞ্জাম ইত্যাদি স্কীমের অনুকূলে সর্বমোট ২ লক্ষ ৪৫ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।

Translate »