নরসিংদীতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা


প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২২, ৪:৪৮ অপরাহ্ণ / ২৫৮
নরসিংদীতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা
Spread the love

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বিজ্ঞান মেলার আয়োজন করে জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।
পৌরসভার মেয়র মো. জামাল মোল্লার সভাপতিত্তে মঙ্গলবার দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন মেলার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন।
সহকারী শিক্ষক কামরুল ইসলাম শুভর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাযপুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রেবেকা সুলতানা সম্পা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন সায়েম, সহকারী শিক্ষক মো. আজহার উদ্দিন, মো. আল আমিন, মো. আতিক মিয়া, হামিদা বেগম প্রমূখ।
পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন ইভেন্ট ঘুরে দেখেন এবং আয়োজকদের ভূয়সি প্রসংশা করেন।

Translate »