নবীনগরে শেখ হাসিনা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২২, ৮:০৫ অপরাহ্ণ / ২৬০
নবীনগরে শেখ হাসিনা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
Spread the love

মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে শেখ হাসিনা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনার এবং এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা সদর আসনের সাংসদ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগরে সংসদ সদস্য এবাদুল করিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কামাল উদ্দীন আহামেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহগীর আলম, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ইউএনও একরামুল ছিদ্দিক, পৌর মেয়র শিব সংকর দাস, অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম, এসিল্যান্ড মোশারফ হোসাইন, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ওসি সাইফুদ্দিন আনোয়ার, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে সকল বক্তারা ব্যারিস্টার জাকির আহাম্মদের সকল শিক্ষামূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

Translate »