জেনারেটরের বিকট শব্দে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত


প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২২, ১২:৪৪ অপরাহ্ণ / ২৫৭
জেনারেটরের বিকট শব্দে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত
Spread the love
মোঃ রুবেল মিয়া নবীনগর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে গ্রামীণফোন কোম্পানির জেনারেটরের বিকট শব্দে শিক্ষার্থীদের পাঠদান চরমভাবে ব্যাহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়,২০০৬ সালে গ্রামীণফোন কোম্পানি স্কুল সংলগ্ন আবাসিক এলাকায় একটি জায়গা ক্রয় করে টাওয়ারটি স্থাপন করেন।টাওয়ার স্থাপনের ফলে প্রাথমিকভাবে এলাকাবাসীর নেটওয়ার্কের সাময়িক সুবিধা হলেও এই টাওয়ার এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি এখানে একটি কওমি মাদ্রাসা ও জামে মসজিদ রয়েছে।টাওয়ারের জেনারেটরের বিকট শব্দে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হচ্ছে।
শিক্ষার্থীর অভিভাবকরা অভিযোগ করে জানান,স্কুলের ক্লাসরুম সংলগ্ন ঐ কোম্পানির উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটরের বিকট শব্দের কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারছেনা।বিকট শব্দের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ে।অনেক শিক্ষার্থী নিয়মিত স্কুলে যেতেও চাই না।
জেনারেটরের আওয়াজের প্রতিকার চেয়ে স্থানীয় এক সংবাদকর্মী কিছুদিন পূর্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে তা নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন-এর দৃষ্টিগোচর হলে তিনি গ্রামীণফোন কর্তৃপক্ষের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবান জানান।গ্রামীণফোন কর্তৃপক্ষ দ্রুত তা সমাধানের আশ্বাস দেন। আশ্বাসের পরও তা এখনো সমাধান করা হয়নি।
শ্যামগ্রাম দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছিয়া বেগম জানান,টাওয়ারের জেনারেটরের শব্দে পাঠদান চরম ব্যাহত হচ্ছে অন্যদিকে তেমনি মারাত্মক শব্দদূষণের শিকার হচ্ছে শিক্ষার্থীরা এই আওয়াজের কারণে ক্লাসে অমনোযোগী ও শিক্ষার্থীরা প্রায় সময় অসুস্থ হয়ে পড়েন। অবিলম্বে স্কুলের ক্লাসরুম সংলগ্ন টাওয়ারের জেনারেটরটি সরানোর দাবি জানান।
এ ব্যাপারে গ্রামীণফোন প্রতিনিধি কামরুজ্জামান বলেন,এসিল্যান্ড মহোদয় জেনারেটরের সমস্যা সংক্রান্ত একটি তথ্য আমাদের জানিয়েছে। আমরা এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে নতুন একটি জেনারেটরের ব্যবস্থা করে দেব।
Translate »