চৌহালীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২২, ৪:২০ অপরাহ্ণ / ৩৩২
চৌহালীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
Spread the love

স্টাফ রিপোর্টারঃ সারাদেশের ন্যয় সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় বেলা ১১টা থেকে শুরু হয় এ পরীক্ষা। এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। গত বছরের তুলনায় এবার ২ লাখ ২১ হাজার পরীক্ষার্থী কম। চৌহালী উপজেলায় মোট সমমানের পরীক্ষার্থী ৩,২২৭ জন থাকলেও ৬০ জন পরিক্ষার্থী অনুপস্থতিতে ছিলো। প্রতিটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন, তিনি সাংবাদিকদের বলেন চৌহালীর সকল পরীক্ষার সেন্টার গুলো নকল মুক্ত পরিবেশে পরীক্ষা হচ্ছে। কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার মোঃ আরিফ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, চৌহালী থানা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ, এছাড়াও বিভিন্ন কেন্দ্রের দায়িত্ব নিয়োজিত ছিলেন- উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের অফিসার মোঃ সাজেদুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডাঃ জান্নাতি, পরিসংখ্যান অফিসের সোহেল রানা। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা, দুই ঘণ্টার এই পরীক্ষায় এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। এর আগে পরীক্ষা উপলক্ষে ১২ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে। এদিকে চৌহালীতে এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হতে অনুরোধ করেছেন উপজেলা প্রশাসন । মূলত, কয়েক দিনের বৃষ্টিপাত ও রাস্তাঘাট খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচলে ধীরগতি পরিলক্ষিত হওয়ায় এই অনুরোধ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে চৌহালী উপজেলা প্রশাসন ও চৌহালী থানা পুলিশ । উল্লেখ্য, গত ১৯ জুন এসএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।

Translate »