চট্টগ্রামে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত


প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২২, ১১:২৮ পূর্বাহ্ণ / ২৭১
চট্টগ্রামে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
Spread the love

হাফেজ নজরুল :

পপি লাইব্রেরির উদ্যোগে চট্টগ্রামের মুরাদপুর আপন গার্ডেনে ২০২৩ সালের শিক্ষাক্রমের আলোকে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ আগষ্ট ২০২২ শুক্রবার বিকেলে চট্টগ্রামের মুরাদপুরে আপন গার্ডেনে ১৮৫ টি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ প্রায় ১১০০ শিক্ষক মন্ডলী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরীর সঞ্চালনায় ও সাউথ এশিয়ান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম আঞ্চলের সভাপতি সৈয়দ মোঃ নকিতুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, হাজারো সূর্য সন্তান গড়ার কারিগর,পপি লাইব্রেরির স্বত্বাধিকারী, অধ্যাপক আবদুল মজিদ কলেজ, হোমনা রেহানা মজিদ মহিলা কলেজ ও হোমনা অধ্যক্ষ আবদুল মজিদ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠা আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আবদুল মজিদ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন শরীফ তেলোয়াত করেন সহকারী শিক্ষক মাওলানা কলিম উদ্দীন চৌধুরী, পবিত্র গীতা পাঠ করেন সহকারী শিক্ষক প্রিয়াঙ্কা দেবী। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক আবদুল মজিদ কলেজ এর অধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমদ চৌধুরী। ২০২৩ সালের শিক্ষাক্রমের উপর বিশদভাবে পর্যালোচনা করেন পপি লাইব্রেরির জেনারেল ম্যানেজার, মোঃ আল আমিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির বোয়াল খালী চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের সাধারণ সম্পাদক, তাপস চক্রবর্তী, কবির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম আঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল মহাজন, এল এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম মহানগরের সভাপতি নুরুল হক ছিদ্দিকী, ইয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম আঞ্চলের সাধারণ সম্পাদক মুক্তুল হোসেন চৌধুরী, ডা,খাস্তগীর সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজি) আনোয়ার হাসান, বাংলাদেশ শিক্ষক সমিতির সীতাকুণ্ড উপজেলার সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্লাহ,বাংলাদেশ শিক্ষক সমিতির সীতাকুণ্ড উপজেলার সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আবু বকর, বাংলাদেশ শিক্ষক সমিতির হাটহাজারী উপজেলার সভাপতি ফিরোজ চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি শহিদুল ইসলাম,জোবরা লিপি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সফিউল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির রাউজান উপজেলার সিনিয়র সহ-সভাপতি ও প্রধান শিক্ষক আন্নান দাস গুপ্ত। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম অঞ্চল ও বিভিন্ন পুস্তক লাইব্রেরির উদ্যোগে সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয়।

Translate »