

ইউক্রেনের উত্তর দিকের অঞ্চল ঝাইতোমির বিভাগে মঙ্গলবার মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা। সেখানকার আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে এ তথ্য।
টেলিগ্রামে সামরিক প্রশাসনের কর্মকর্তা ভিতালি বানিচেকো বলেছেন, সতর্কতা, ঝাইতোমির বিভাগে মিসাইল হামলার কারণে দুটি বিস্ফোরণের ঘটনার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
পরবর্তীতে ভিতালি বানিচেকো জানান, এই হামলায় কেউ আহত বা নিহত হয়নি। তাছাড়া হামলাটি চালানো হয়েছে ইউক্রেনের প্রতিবেশী বেলারুশ থেকে।
তদন্তকারী প্রতিষ্ঠান বেলারুস্কি হাইয়ুন, যেটি বেলারুশে রাশিয়ার সেনাদের গতিবিধির ওপর নজর রাখে, তারা জানিয়েছে, ইউক্রেনে এ হামলাটি একটি প্রশিক্ষণের অংশ হতে পারে। বর্তমানে বেলারুশে বিপুল পরিমাণ সেনা জড়ো করেছে রাশিয়া। বেলারুশের সেনাদের সঙ্গে সামরিক মহড়া চালাচ্ছে তারা।
ওলগা তোকারিউক নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, গত কয়েকদিনে বেলারুশের বিমান ঘাঁটিতে বিপুল অস্ত্র এনেছে রুশ সেনারা। এই ঘাঁটি ব্যবহার করে ইউক্রেনে আরও মিসাইল ছোঁড়া হবে।
আপনার মতামত লিখুন :