

টানা ছয় মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায়, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-সহ পশ্চিমা বিভিন্ন দেশ ও সংস্থা থেকে আরোপ করা হয় একের পর এক নিষেধাজ্ঞা।
এসব নিষেধাজ্ঞায় রুশ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পশ্চিমা অনেক সংবাদমাধ্যমে দাবি করা হলেও আসলে কি ঘটছে? নিষেধাজ্ঞা কি আসলেই রুশ অর্থনীতির ক্ষতি করতে পারছে? নাকি নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বে আরও প্রভাবশালী হয়ে উঠবে রাশিয়া।
রাশিয়ার রাজধানী মস্কোতে বসবাস করেন ২৩ বছর বয়সী আলেকজান্ডার। পেশায় স্থানীয় একটি আর্ট মিউজিয়ামের কর্মী আলেকজান্ডারের জীবন বেশ ভালোভাবেই জটিল করে তুলেছে পশ্চিমাদের আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা।
জিনিপত্রের ক্রমবর্ধমান দাম তাকে তার দৈনন্দিন খরচ কমাতে বাধ্য করেছে। এমনকি বিল পরিশোধ-সহ জীবনযাপনে সহায়তার জন্য নিজের নিয়মিত কাজের বাইরে তাকে একটি বাড়তি কাজও খুঁজে বের করতে হয়েছে। তবুও আলেকজান্ডার আশাবাদী যে, পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞাগুলো দীর্ঘমেয়াদে রাশিয়ার জন্য কিছু অপ্রত্যাশিত সুবিধা বয়ে আনবে।
নিজের নামে শেষাংশ উল্লেখ করতে অনিচ্ছুক এই যুবক বলছেন, ‘এই নিষেধাজ্ঞা যেন আমাদের সামনে আরও সুযোগ এনে দিয়েছে এবং আমাদের দেশকে এটিই মনে করিয়ে দিয়েছে, রাশিয়া তার নিজস্ব পণ্য উৎপাদন করতেও সক্ষম। এটি সম্ভবত নতুন এবং ইতিবাচক কিছুর দরজা খুলতে পারে।’
গত ছয় মাসে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞাগুলো বহির্বিশ্বের সাথে রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ককে নাটকীয়ভাবে পরিবর্তন করেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের মাত্র তিন দশকের মধ্যেই রাশিয়া খুব সহজে বৈশ্বিক পুঁজিবাদের বিভিন্ন নীতি গ্রহণ করেছিল।
যদিও এই সময়ে মস্কো এবং পশ্চিমের মধ্যে রাজনৈতিক সম্পর্ক প্রায় সময়ই উত্তেজনাপূর্ণ থাকলেও উভয়ের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ছিল বেশ শক্তিশালী। মধ্যবিত্ত রাশিয়ানরা সহজেই ইউরোপে ফ্লাইট বুক করতে বা স্মার্টফোন থেকে জিন্স পর্যন্ত সর্বশেষ পশ্চিমা বিভিন্ন পণ্য কিনতে পারতেন। এছাড়া বিদেশে অর্থ প্রেরণ বা গ্রহণসহ মৌলিক আর্থিক কর্মকাণ্ডও রাশিয়ানরা কয়েক মিনিটের মধ্যে করতে পারতেন।
তবে বর্তমান বাস্তবতায় এখন সেই যুগ যেন চিরকালের জন্য শেষ হতে পারে। ইউক্রেনে সৈন্য পাঠানোর বিষয়ে ক্রেমলিনের সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ও এশিয়ায় ওয়াশিংটনের মিত্ররা দ্রুতই রাশিয়ার অর্থনীতির বিরুদ্ধে অভূতপূর্ব সব নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে।

এসব দেশের গৃহীত কিছু পদক্ষেপের মধ্যে রয়েছে রাশিয়ার আর্থিক রিজার্ভের প্রায় অর্ধেক হিমায়িত করা, দেশের বেশ কয়েকটি বৃহত্তম ব্যাংককে সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বহিষ্কার করা, রাশিয়ান জাহাজ এবং বিমানগুলোকে তাদের বন্দর ও আকাশসীমায় প্রবেশ করা নিষিদ্ধ করা, কিছু উন্নত প্রযুক্তির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা প্রবর্তন এবং কার্যকর করা। এছাড়া রাশিয়ান তেল ও কয়লার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি তো রয়েছেই।
একইসঙ্গে ইয়েল বিশ্ববিদ্যালয়ের চিফ এক্সিকিউটিভ লিডারশিপ ইনস্টিটিউটের ডাটাবেস অনুসারে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ১২০০টিরও বেশি বিদেশি কোম্পানি রাশিয়ায় তাদের কার্যক্রম হয় স্থগিত করেছে বা না হয় কমিয়ে দিয়েছে। এই তালিকায় থাকা বড় নামগুলোর মধ্যে অ্যাপল, ম্যাকডোনাল্ডস, আইকেইএ, ভিসা এবং মাস্টারকার্ডের মতো ব্র্যান্ডগুলো রয়েছে।
এখন পর্যন্ত নতুন নিষেধাজ্ঞার এসব পদক্ষেপ রাশিয়ার জন্য মিশ্র ফলাফল বয়ে এনেছে। একদিকে, রাশিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) গত বছরের একই সময়ের তুলনায় দ্বিতীয় ত্রৈমাসিকে ৪ শতাংশ কমেছে। যা বছরের তৃতীয় প্রান্তিকে ৭ শতাংশে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া নতুন সরবরাহ বিধিনিষেধ রাশিয়ায় মুদ্রাস্ফীতিকে ডাবল ডিজিটে উঠিয়ে দিয়েছে। একইসঙ্গে রাশিয়ার আমদানির প্রয়োজন হয় এমন বিভিন্ন উপাদান থেকে মস্কোকে বঞ্চিত করার মাধ্যমে রাশিয়ান নির্মাতাদের ক্ষতিগ্রস্তও করা হচ্ছে। উদাহরণস্বরূপ, চলতি বছরের প্রথম ছয় মাসে রাশিয়ার গাড়ি উৎপাদন বিস্ময়করভাবে ৬১.৮ শতাংশ কমে গেছে।
অনেক রুশ কর্মকর্তা স্বীকার করেছেন, মাইক্রোচিপের মতো নির্দিষ্ট উচ্চমানের ইলেকট্রনিক উপাদানগুলোর বিকল্প খুঁজে পাওয়া মস্কোর জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। কারণ পশ্চিমা প্রযুক্তি ব্যবহার করে তৈরি এসব পণ্য এখনও অত্যধিক উন্নত।
অন্যদিকে অনেকের প্রাথমিক অনুমান সত্ত্বেও চলতি বছরের প্রথম ছয় মাসে রাশিয়ান অর্থনীতি প্রত্যাশার চেয়েও বেশি স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছে। ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চের শুরুতে রুশ অর্থনীতি ৩০ শতাংশেরও বেশি মূল্য হারানো সত্ত্বেও রাশিয়ার মুদ্রা রুবল বছরের সেরা-কার্যকারি মুদ্রায় পরিণত হয়েছে।
এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ায় মুদ্রাস্ফীতি ধীরে ধীরে কমতে শুরু করেছে। গত এপ্রিলে রাশিয়ার মুদ্রাস্ফীতি সর্বোচ্চ ১৭.৮ শতাংশ থেকে আগস্টে ১৪.৯ শতাংশে নেমে এসেছে। এদিকে রাশিয়ার চলতি অ্যাকাউন্টের উদ্বৃত্ত জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে রেকর্ড সর্বোচ্চ ১৬ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার বেড়েছে। যা এক বছর আগের তুলনায় তিনগুণ বেশি।
এখনও পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞাগুলো অন্তত মস্কোর জীবনকে ম্লান করতে খুব বেশি কিছু করতে পারেনি। রাশিয়ার রাজধানীর বার্ষিক রাস্তা সংস্কার কর্মসূচিতে বেশ স্বতস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন নির্মাণ শ্রমিকরা। মস্কোর ডাউনটাউন রেস্তোরাঁ, বার এবং ক্যাফেগুলো উচ্ছ্বসিত জনসমাগমে পূর্ণ। শপিং মলগুলোও একইভাবে লোকে ভরা। যদিও অনেক পশ্চিমা মালিকানাধীন দোকান কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। মুদি দোকানে ঘুরলেও একই চিত্র দেখতে পাওয়া যায়।
মস্কো আর্ট মিউজিয়ামের কর্মী আলেকজান্ডার বলছেন, ‘মানুষ ক্রমাগত উদ্বিগ্ন বোধ করে এখন ক্লান্ত হয়ে পড়েছে; তাই তারাও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। রেস্তোরাঁয় খাবার এবং প্রকৃতির বিষয়ে আমি খুব কম লোককেই তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকতে দেখি। তাদের কাছে আগের তুলনায় কম টাকা থাকতে পারে, কিন্তু এখনও (আনন্দে থাকার মতো) কিছু বিষয় আছে।’
২০২২ সালে রাশিয়ার অর্থনীতি নিয়ে গত মাসে বেশ ভালো ভবিষ্যদ্বাণী করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সেখানে তারা বলেছে, রাশিয়ার জিডিপি ৮.৫ শতাংশের পরিবর্তে ৬ শতাংশ সঙ্কুচিত হবে। এটি এখনও বেশ উল্লেখযোগ্য একটি পতন, তবে ভয়ানক প্রাথমিক পূর্বাভাসের তুলনায় অনেক কম।
মস্কোভিত্তিক ক্রেডিট অ্যাসেসর এক্সপার্ট আরএ-এর প্রধান অর্থনীতিবিদ আন্তন তাবাখ আলজাজিরাকে বলেছেন, নতুন করে আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরের প্রথম ছয় মাসে দু’টি বিষয় রুশ অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। প্রথমটি হচ্ছে- (নিষেধাজ্ঞার মধ্যেও) বিশ্বজুড়ে রাশিয়ার পণ্য রপ্তানি, বিশেষ করে জ্বালানি রপ্তানি অব্যাহত থাকা।
মস্কোর একটি সরকারি নথি অনুসারে, রাশিয়া চলতি বছর তার জ্বালানি বিক্রয় থেকে ৩৩৭ বিলিয়ন বা ৩৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার বেশি আয় করবে বলে আশা করা হচ্ছে। যা ২০২১ সালের তুলনায় ৩৮ শতাংশ বেশি।
রুশ সরকারের ওই নথিটি বার্তাসংস্থা রয়টার্স দেখেছে। আর রুশ অর্থনীতি টিকে থাকার দ্বিতীয় কারণটি হলো- সরকারি ব্যয় বৃদ্ধি।
আরএ-এর প্রধান অর্থনীতিবিদ আন্তন তাবাখ বলছেন, বিশ্বব্যাপী চাহিদা হ্রাস এবং নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কারণে রাশিয়ার রপ্তানি বৃদ্ধি সম্ভবত শীর্ষে পৌঁছেছে। একই সময়ে রাশিয়ার আমদানি চলতি বছরের শুরুতে তীব্র পতনের মুখে পড়লেও ধীরে ধীরে সেটি আবারও আগের জায়গায় ফিরতে শুরু করেছে। রুশ এই উত্থানের পেছনে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে রুবলের স্থিতিশীলতা এবং উন্নত পরিকল্পনা ও বাস্তবায়ন।
আপনার মতামত লিখুন :